---------------------------------------------
বক বকে রকবাজ রাঙা চোখ মেলে
কার ঘাড়ে মাথা আছে প্রতিবাদ তোলে
সব কাজ শেষ যার
খুঁত ধরে খাবে মার
এখানেই শেষ নয় শেষে যাবে জেলে।
---------------------------------------------
দুটি মাথা ঠক ঠক করে শুধু বকবক
যেখানেই নোট আছে চোখ করে চকচক
উলুর পরান যায়
নেতারা পিছে ধায়
ভোট পেতে ঘোট বেঁধে ডাক পাড়ে কককক।
---------------------------------------------
তন্ত্রের মন্ত্র আছে গনের শ্মশান
যন্ত্রের যন্ত্রী আছে দাঙ্গা মহান
সেবায় আছে চুরি
লোকে বলে বাটপারি
পুঁটির বলি আছে সিংহাসনের গর্জন।
---------------------------------------------
বাপের বাপ আছে খুঁজে নিতে হয়
জীবনের সাহস আছে করতে নেই ভয়
দুঃখের আছে বিনাশ
রাখতে হয় বিশ্বাস
অধর্মের পতন আছে ধর্মে হয় জয়।
---------------------------------------------
ধর্মের কল আছে মনেতে বল
দয়ার সাগর আছে চোখেতে জল
অহংকারের পতন হয়
সর্বলোকে এই কয়
জ্ঞানের ভান্ডার আছে কজন পায় তল?
------------------------------------------
১৭/৭/২০২০-অবুঝ মন-