কি জানি কী হলো-
অঘোর পৃথিবী চলে এলো
কতকিছু এলোমেলো হয়ে গেলো
চোখ মেলে দেখি
অরুণ জ্যোতির শুভ্র আলো
পূব দিগন্ত ঝলমল-সকাল হলো!
-------------------------------------------
-২৪/৮/২০২০-
-----------------------------------------
কয়লা পুড়ে দগ্ধ হলে যায় কি তাকে চেনা?
প্রভাত ফেরী অরুন আভা দেখতেও নেই মানা
ঐ দেখো সূর্যমুখি পাপড়ি গুলো মেলে
পূবের পাহাড় সাজছে এখন স্বর্ণালী রঙ ঢেলে
রৌপলি রূপ মিলিয়ে গেলো সকল পাহাড় চূড়ে
আলোর শিখা ছড়িয়ে গেলো সারা উঠোন জুড়ে।
------------------------------------------
-২৯/৮/২০২০---
-----------------------------------------
শিউলি ফুলের মাতন গন্ধে উঠলো দুলে কাশ ফুল
স্নিগ্ধ শিশির দূর্বা ঘাসে শরৎ সকাল নয়কো ভুল
আকাশ বাতাস মিষ্টি মুখর আগমনী গান বোনে
দিঘির জলে পদ্ম হাসে অলির ও কথা শুনে
নয়ন ভরে সোনালী আলোয় রবির প্রথম কিরণে।
--------------------------------------------
--২৮/৮/২০২0-
-------------------------------------------
কাকের বাসায় কোকিল পাড়ে ডিম
তাই দেখে ময়ূর নাচে রিমিঝিমি ঝিম
কি মজা কি মজা
সবাই এবার বাজনা বাজা
ডুবলো জলে পরমানু ভাবছে বসে কিম।
---------------------------------------
--১৪/৮/২০২০--অবুঝ মন--