184)
যে স্রোতে উছল নেই
মিছে করো মায়া
যে বন্ধন ফিকে রঙ
মেঘে ঢাকা ছায়া
সেখানে জেগে থাকা পথ
বৃথা অজানা শপথ
এই যে বিশাল জগৎ সংসার
কয়লার ময়লা হয় কি পরিষ্কার?
-------------------------------------------
185)
জয় আর পরাজয় ভাবনার বদল হাওয়া
সুখ আর দুখ সবটাই মানসিক চাওয়া পাওয়া
জন্ম-মৃত্যু আসলে যা সময়ের নিরিখ বদল
ভেবে দেখো চরাচরে সকল আত্মা রয়েছে সচল
যতোক্ষন দেহে আছে প্রাণ এ জীবন হোক নির্মল
জঞ্জাল ঘাঁটাঘাঁটি নয়,সূর্যের মতো হও ঊজ্জ্বল।
-----------------------------------------
186)
কিভাবে যে চলি? বিভেদের বলী!
ক্ষমতার বলীয়ানে বইছে রক্তের হোলি
লুটপাট রাহাজানি কি নেই তাতে?
ছোট্ট বড় নারী শিশু ছোটে প্রান হাতে !
শাসক শ্রেণীর নেই হুঁশ মদতের জয়
এই না কী গনতন্ত্র এ কি পরিচয়?
-----------------------------------------
-১১/৬/২০২১-অবুঝ মন-