১৮১)
পূবালী বাতাস বেয়ে ছুটে আসে বৃষ্টি
টুপটুপ ঝরে ধারা লাগে ভারী মিষ্টি
শাখায় শাখায় দোল অবিরাম হিল্লোল
বজ্র নিনাদ ঘোরে মেঘেতে ফাটল!
চকমকি আলোকনা ফুলকির ঢেউ তোলে
পাখি সব করে রব উড়ে চলে ডানা মেলে।
-------------------------------------
১৮২)
কয়েকটি আঁচড়ের ছাপ
পাঠকেরা করে মাপ
কেউবা বোলায় চোখ
নীরব থাকাতে ঝোঁক
কেউবা খোঁজে কারণ
পেতে চায় রসায়ন
ভাবুকও কিছু বলে
কবিতা এগিয়ে চলে।
---------------------------------
১৮৩)
দেখেছো কি সুখের প্লাবন কিংবা হঠাৎ বন্যা?
তার মানে ভেবো না সবটাই অপুর কল্পনা
পাহাড় থেকে আসে নেমে জলধারা ঢল
ওখানে যে ঘুমিয়ে আছে সাগর স্রোতের কল
নামে যাকে বরফ বলো রূপের সীমা নাই
কী মায়া যে জড়িয়ে আছে ছুটছে সবাই!
-------------------------------------
-১৯/৬/২০২১-অবুঝ মন-