158)-
রাত্রি যখন ঘনায় নিশি
ঘুম পাড়ানি মাসি পিসি
কোথা থেকে এসে উড়ে?
আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরে ।


প্রভাত সুরে প্রাতঃকালে
মিষ্টি মুখর ছন্দে দুলে
ঐ যে ওরা দ্রুত পায়ে
হাওয়ার মতো যায় মিলিয়ে!


পাখির ডাকে ভাঙে ঘুম
সূর্য্য স্নানের পড়ে ধুম।
---------------------------------------


159)-
ক্লান্তির মতিঝিলে
যে বা যারা একবার দেয়  ডুব
গোঙানির হুল্লোড়ে তোলপাড় ঝড় ওঠে
জোরে জোরে খুব খুব
কেউ কি টিকতে পারে এমন সময়?
মনে মনে কে না চায়?
আর নয় আর নয়।
মানে মানে কেটে পড়ে শহরের যতো মুখ
যার যাই হোক না কেনো,
সে যে পায় খুব সুখ!
----------------------------------------
১১/২/২০২১-


160)
সমহার প্রত্যাশা কখনো কি বাগ মানে?
কোথাও না কোথাও গিয়ে,সেও থামতে জানে
নইলে যে পয়মাল হয়ে যেতো বেসামাল
হিসেব টা এভাবেই মেলাতে কে না চায়?
ঐ যে বাঁশি বাজে কানপেতে শুনে দেখো
সেখানেও বিরহের,বীজধান পোতা আছে--।
------------------------------------২২/১২/২০২০-অবুঝ মন-