রাত্রি এসে বললো শেষে
এবার তাকাও ওই খানে
ঘুম পাড়ানি গান শোনা যায়
মন ভরানো সুখটানে।
কি হবে আর চেয়ে থেকে--
মায়া নদীর সুখ চড়ে?
যেখানেই থাক,ভালোই থাকুক
ভিক্ষা মাগো কর জোড়ে।
---------------------------------------
-২৩/২/২০২১-
----------------------------------------
                   মাতৃভাষা- (১)
যতো দূর মনে পড়ে এই মাতৃভাষার হাত ধরে,অনেক বছর পর
কি পরবো বলো?জানার জিজ্ঞাসায় ভেসে ওঠে পরিচিত স্বর
প্রেমের নিয়ন আলোয় কিছু কথা বিনিময়,সুর হয়ে ঝরে হাম সাথ সাথ
এরই মাঝে দোলাচলে পথের বাঁকের পরে রাখা হলো হাতে হাত।


                     মাতৃভাষা-(২)
তিব্র ঝড়ের দাপটে যে নীড় যায় ভেঙে
সেথা মাতৃভাষার কি দোষ থাকতে পারে?
আগুন মাখতে চেয়ে তীরের ঠিকুজি খুঁজে
ছাতকের বুকে দাবানল হয়ে ঝরে পড়ে!
-----------------------------------------
                   -অবুঝ মন-