নীল সাগরের নীল যমুনায়
উঠলো যে ঝড় একসময়
হঠাৎ কোথায় উবে গেলো
ঐ যে দূরের গভীর সীমায়
আনমনে তাই কি আর করি?
ভাবনা গুলো মুঠোয় ধরি।
----------------------------------------
-১৩/২/২০২১-
------------------------------------------
অক্সিজেন কম হলে কি আবোল তাবোল কথা বলে?
না কি উই পোকার ভিড় জমেছে ঝাঁকে ঝাঁকে দলে দলে?
তাই কি বিবেক আক্রান্ত ক্যান্সারে?
নিউক্লিয়াস কি আর করে?
সকল হাঙ্গর দাপিয়ে বেড়ায় সভ্যতা,সংস্কৃতি শিকেয় তুলে।
-------------------------------------
১৩/২/২০২১-
------------------------------------
চকচকে মসনদে রক্তাক্ত রাজপথ!
অথচ আন্দোলনের চোরাস্রোত ইতিহাসে স্থান পায়!
ঐ যে সিঙ্গুর,নন্দীগ্রাম সত্যি কি স্বপ্ন বেঁচে আছে?
সে খেয়াল কে বা আর রাখে?
কী সুন্দর অট্টালিকার পাহাড় গড়ে উঠছে দুয়ারে দুয়ারে!
সমাজ সেবকের অপার মহিমা,আহ্ এ কী উন্নয়ন আহারে!
---------------------------------------------
-১২/২/২০২১-অবুঝ মন-