শীতল ছোঁয়া পাওয়ার আশায় যেথায় ছুটে যাই
মানবতার ধূসর ধূলো সবখানেতে পাই!
প্রশ্ন জাগে এ কোন দিশা ফিরবার কি পথ নাই?
বাঁধন বীনা নাড়ির টান বলছে হেঁকে আয়রে চলে আয়
এ ঘোর কলি-বৃথা কেন মাথা কুটিস আঁধার নিশায়?
তাকিয়ে দেখি,ছল ছল গভীর আঁখি মায়ার আঁচল বিভোর প্রায়।
--------------------------------------------
২১/৯/২০২০-
-------------------------------------------
সময়ের নিরিখ বদলেছে সেই কবে
বদলেছেও চেনা পথ
জীবন জুড়ে ভীড় করেছে
কান্না হাসির লুকোচুরি খেলা অজানা শপথ।
শরৎ ভুলেছে শীতল ছোঁয়া
আগুনের হড়কা বাণে সেও পুড়ছে আজ
বৃষ্টি মাখার ইচ্ছে নিয়ে -
শরতের আকাশ জুড়ে চমকিত সুরে পড়ছে কেবলই বাজ!
--------------------------------------------
২০/৯/২০২০-
-----------------------------------------
ঝিরিঝিরি ঝর্ণাধারায় ঝরছে বারিধারা
শিউলি ভেজা শরৎ সকাল হয়েছে মনমরা
বইছে পবন ফুঁসছে নদী তরী টলোমলো
কোকিল ডাকে মিষ্টি সুরে চোখ গেলো চোখ গেলো।
---------------------------------------------
-২২/৯/২০২০-অবুঝ মন-