ব্যবধানের আকাশ কিনতে দেখলে অবাক হওয়ার কিছু নেই
সময়ের নিরিখে আবহাওয়া বদলে যায় কত সহজেই
যে দোলা দুল ছিলো কাল আজ তা ভঙ্গুর
যে ভাঁড়ার পুর্ন ছিলো হয়েছে ফতুর
দিন আসে দিন যায় বয়ে যায় বেলা
এই তো ভবের নিঠুর খেলা।
---------------------------------------
-১৩/৯/২০২০-
----------------------------------------
দেখো চেয়ে ওই যে সবুজ বনানী প্রান্তর
তুমি আজও খেয়া তরী বেয়ে দিচ্ছো সাঁতার
মেঘেদের লুকোচুরি খেলা কার না লাগে ভালো?
তবুও যে নিয়মের ধারাপাতে তুমি রোজ-ই জ্বলো
মুছে দিয়ে সব আঁধার দিকে দিকে ভরে দাও আলো
পাখিদের কুঞ্জন মুখরিত কলতান নতুন সকাল হলো।
-------------------------------------------
১২/৯/২০২০-
---------------------------------------
সুর ছিলো যে প্রানে হঠাৎ বিরাজে হরতাল!
ঘুরে দাঁড়ানোর পাতা ঘিরে ঝাপসা,কুলীন ছায়ার ঢল
শঙ্খচিল ডানা ঝাপটায়
স্মরণের অলব্ধ বালুচর সীমানায়
তবুও ভাষা নগরী ছাড়েনি হাত
বললো হেঁকে তাকিয়ে দেখ,নতুন আলো সুপ্রভাত।
-------------------------------------------
-১৪/৯/২০২০-অবুঝ মন-