।।শূন্য খাঁচা রইল পড়ে।।
      ।।নরেশ বৈদ্য।।
--------------------------------------------
লক ডাউনের কালো ছায়ায়
মন্দাভাব কাজের আকাল প্রতিটি স্তরে
অস্থির চঞ্চল বিষাদের আঙ্গিনায়
পেটেতে খিদের উনুন জ্বলে
কিছুই কি পারি না?এই ভাবনায়
কাজের খোঁজে মরদ গেছে দূরে
সেই সুযোগে শিরশিরে নোনতা স্বাদে--
চোর এসে চুরি করে!
এ কি ভীষণ দুর্যোগ নেমে এলো ঘরে?
মাথায় বাজ--লক্ষীর বিসর্জন অন্তঃপুরে!
--------------------------------------------
২৪/৬/২০২০-
----------------------------------------
।‌।ভাবুন একবার।।
-----------------------------------------
রাক্ষুসে ছায়া অপেক্ষারত
জনতার দল বিরাজে ব্রত
আঁধারের ঢল পৃথিবীর বুক জুড়ে
দিননাথ দিবাকর চলে যাবে দূরে
অকাল আহবানে ঘন নির্জনে
লোকে যাকে গ্রহণ মানে
বিধি-নিষেধের চলমান সিঁড়ি
পরতে পরতে রয়েছে বেড়ি
কোথাও কোথাও নানা বাড়াবাড়ি
শুধু কি কুসংস্কারের-ই ছড়াছড়ি?
------------------------------------------
২১/৬/২০২০-অবুঝ মন-