২৮৪)
পতন নিশ্চিত করতে যে গল্প আগুন ধরায়
সেখানে পাতা ঝরা হেমন্ত--কোন নতুন কি পথ দেখায়?
না কি ডুবে যাওয়ার ভয় ও থাকে সমান্তরাল?
এক্ষণে শীতল পাটি-ই পারে জীবনের ধারা বদলাতে।
-------------------------------------
২৮৫)
যে গিয়েছে চলে
গিয়েছে কি ভুলে?
বোধহয় এ বোধটুকু আছে বলে
হারানো সুর আজও গুনগুনায়
সবুজে শ্যামলে ছায়
আঁধার কেটে আসে ভোর
দেখা দেয় নতুন সূর্যের ঝলমলে রোদ ।
---------------------------------------------
২৮৬)
বাহিরে ঘন ঘোর
মনে মনে তোড়জোড়
কি হবে উপায়?
থাক আজ থাক
হবে ক্ষণ অন্য সময়।
----------------------------------------
২৮৭)
বলতে না বলতেই
সপ সপে হয়ে গেলাম
চেষ্টাটা নেহাতই বালাই
ততক্ষণে যা হওয়ার তা
ইলশে নিয়েছে বিদায়
মাথা ছুঁয়ে টুপ টুপ
ভাদ্রেও শ্রাবণের----
মধুমাস এলো চলে!
----------------------------------
১১/৯/২০২২-অবুঝ মন-