ব্যাকুল দিঘির পাড় ছুঁয়ে
দোলা চলে দুলে চলে গেল ঢেউ
আর এলোনা না ফিরে
রক্তচাপও, ক্রমশঃ আছাড় গেল
ঘন মেঘের ভাসমান দেয়ালে
এলিয়ে গেল অবশেষে বেদনার ভারে
প্রতিক্ষার সারনী চূড়ায়
সেদিনও,বলেছিলাম মঙ্গল ময়ীর কৃপার -
পরশ ছোঁয়া যেন লাগে
কামনা হ্রদের জীবন সাগর তীরে
আজও,বলি ভালো থেকো সবসময়
পার্থক্য শুধু মায়াময় জগতে সময়ের ব্যবধান।
------------------------------------------
১১/১১/১৯--অবুঝ মন--