---------------------------------------
স্রোতের বিপরীতে চলা ঢেউ
আছড়ে পড়ে শুন্য বুকে
পাখি গাইলোনা গান
ভেসে ওঠে ক্যানভাস
আবেগের নীল নয়নায়
হঠাৎ জেগে ওঠে মরুভূমি
কোথায় তুমি,কোথায় তুমি
বিরাজে শুধুই শুন্যতা।
--------------------------------------
০১/১২/১৯-
---------------------------------------
প্রতীক্ষা শব্দের মায়াময় শান্ত্বনায়
বারে বারে ভেসে গেছে
খেয়ালী আলোর আবেগ দোলা
আগুন গোলার তাপে,সত্যের হয়েছে মরন
নির্বাক দেওয়ালে আজও,
ঝলসানো ঢেউ খেলে যায়।
---------------------------------------
২৮/১১/১৯-অবুঝ মন-