------------------------------------
প্রত্যাশা ঢেকে গেছে
রক্তাক্ত অভিমানী স্রোতের
চিরন্তন ভাবনা ধারায়
           তবুও--
তোমার আমন্ত্রণ ছিল ভালো
নীরব ঝড়ে কত কি যে হয়
ঠিকানা খুঁজে বেড়াই
মরু সাহারার বুকে
বোঝা বড় দায়,আজ সেটাই।
----------------------------------
৭/১২/১৯
-----------------------------------
দেখেছি নয়ন,অদ্ভুত শান্ত দিঘির জল
গোলাপ রাঙা পাপড়ির ঝলমলে কোলাহল
যে আওয়াজ বাজে,রুনুঝুনু সুর তালে
একেবারে গভীরে,ডুব দিয়ে যায় চলে
বারে বারে সুভাস ছড়িয়ে,আলো জ্বালিয়ে
নীরব শব্দের সুদীর্ঘ ছায়ায়,মায়ার প্রদীপ হয়ে।
-----------------------------------
২/১২/১৯-অবুঝ মন-