২৪০)
অনেক অবহেলা
অনেকটাই দূরে ঠেলা
তবুও মুছে ফেলা যায় না
রয়ে যায় কথা,রয়ে যায় তাল
গোলাপ আর নূপুরের ছন্দ।


জানি তো ভাঙা মন কোন ভাবে
জোড়া দেওয়া যায় না
খাঁচা ভাঙা পাখিটিও আর কাছে আসে না
অথচ রুমালের গা বেয়ে
ঝরে পড়ে সিঁদুরের গন্ধ!
--------------------------------------------
২৪১)
পাহাড় সমান সুর উঁচিয়ে বললে তুমি কি চাও বলো?
সেদিন ছিলো নদীর বুকের ঢেউ গুলো সব ঝলোমলো।
হয়তো তুমি আগুন জ্বেলে এটাই শুধু চেয়েছিলে
মরিচিকার পরশ মেখে দিলে আবার দুকান মলে!
তাই বুঝি আজ পথটি ভুলে হঠাৎ করে থমকে গেলে
ঘুম পাড়ানি গান শুনিয়ে আগের মতো বিলীন হলে!
--------------------------------------------
২৪২)
তুমি বললে আমিও বলবো
এ পর্যন্ত ছিলো ঠিক
কেউ বললে আমি ও বলি
এখানেই ঝড় ওঠে ধিকধিক।
তারপর বাকিটা সময়
কোকিলের কনসার্ট চলে গেলো দূরে
সেখানে আর পেলো না স্থান আত্মগ্লানি
চলমান সময়টা যে এতো দামি
পাখি আর আগের মতো এলো না ফিরে!
যা যারে যা,যা পাখি এ বাঁধন ছেড়ে যা উড়ে ।
--------------------------------------------
শ-২১/৯/২০২১-অবুঝ মন-