221)
সাগর স্রোতের উছল হাওয়া
ধরা ছোঁওয়ায় অবাক চাওয়া!
আবেগটাকে লুকিয়ে রেখে
গল্প বোনা ঊষর চোখে।


আয়ন বায়ু ঠান্ডা শীতল
সাত সাতেতে মেঘের আঁচল!


কথার কথায় সাগর পাড়ি
কোনটা ভাব কোনটা আড়ি?
মন জানালায় হঠাৎ দাঁড়ি!
---------------------------------------
222)-
দশকের হিসাবে অঙ্কটা বড়জোর
এক যুগ পেরিয়ে বলেছিলো খোলো দোর
জল ছবি যেমনই ফুটে ওঠে ভাসা ভাসা
লাইকের বাটনে ক্লিক দিয়ে ফিরে আসা
জোয়ারের পানিপথে কিছু কথা বিনিময়
আচানক খেয়ালে বেলাভূমি শেষ প্রায়!
কোথা শুরু কোথা শেষ?প্রশ্নটা রয়ে যায়
প্রেম কি খড় কুটো উড়ে চলে সাহারায়?
-------------------------------------
223)-
চোখেতে মধুর স্বপ্ন বুকেতে হাঁফান ঝড়
নেশাতে মশগুল মন ঘুসঘুসে জ্বর।
আলাপে আড়াল খোঁজা উত্তর আহারে
গোপনের পাতাভরা কোনো ঠাঁই নাইরে!
সমুদ্র মিশে গেছে মিষ্টি এক মোহনায়
কিছু কথা থাক পড়ে পাতাঝরা কবিতায়।
----------------------------------------
-২৭/৬/২০২১-অবুঝ মন-