473)

দরদাম পুষতে পুষতে কতটা অস্থির হয়েছো?
এই যে হঠাৎই তপ্ত ঊষর এক মরু ক্ষেত জাগালে--
সেখানেও দেখবে খাড়া ঢালে লুকানো আছে কত গর্ত
যদি ভাবতে সামর্থ্য চন্দন তবে ঠিক নিস্তার মিলতো
তা নয় কাঙালের দূতিটুকু কাড়তে হাতুড়ি ভরসার সম্বল করলে!
বুঝলে না মুখটা পুড়লেও উজ্জ্বল পবনের পুত্রের গল্প
জানেও বিলোতে বিলোতে পাথরের ঠোক্কর কীভাবে মাথা পেতে নিতে হয়।
-----------------------------------
474)

বিস্তারের রাস্তাটা বড্ড চেনা
তবু দেখি কী পারে---
আর কী বা পারে না সেটাই অচেনা!
সুতরাং গুটিয়ে ফেলাই সহজ
অথচ নেকড়ের আনাগোনা কম নয়
এতো খিদে কীভাবে জন্মায়?
পবিত্রতার একটুও ধার নেই দেখছি
ভাসান বলে এমন ভাসান শুধুই পরিযায়ী ভীড়!
সুইসাইড নোট লেখার আগে--
একটুও কি থাকতে নেই
চেনা স্পর্শে ঘন হয়ে ওঠা অনাগত রোদ্দুর?
-----------------------------------------
-২৬/১২/২৪-অবুঝ মন -