------------------------------------
কলিং বেলের মতো রিং টোন বেজেছে সময়ের ব্যস্ত ভিঁড়ে
ছুটে চলা ট্রেন পাশ দিয়ে যায় চলে
শহরের রাজপথের ঠিকানা খুঁজে
আবেদন রেখে ধারে কাছে চলাফেরা
ডাকলো না তবু কাছে
মুক্ত অনুরোধ গুলি ক্রমশঃ মেঘের দেয়ালে
ঝাপসাকারে গেল মিশে
একা একা পথ চলাতে কি রয়েছে আনন্দ জেগে?
------------------------------------
১/১0/19
------------------------------------
আলো ছায়া আগুন মেখে
সুলভ প্রতিশ্রুতির দাবানলে
শরীর হয়ে উঠেছিল বিদ্যুৎ
যা আজ মুখ থুবড়ে পড়ে
বিষাদ সিন্ধুর তীরে কফিন বন্দি
অথচ আকাশ এখনো কি স্বচ্ছ!
অনুভূতির অষ্টপ্রহর জুড়ে বিরাজমান
আলো ঝলমলে চেনা স্রোত
একি ভ্রম নাকি ভাষা শেকড়ের টান
বদলে গেছে কি মায়ার বাঁধন?
------------------------------------
৬/১০/১৯ -অবুঝ মন