।।অনুকাব্য-প্রেমের তরী।।(১২)
      ।।নরেশ বৈদ্য।।
--------------------------------------------
স্মৃতির পাতায় চোখ বোলাতেই---
প্রথম স্মৃতির সাড়া মেলে,
বসন্তের অকাল ফাগুন দোলায়---
ছায়ার দীর্ঘতা ক্রমশই বেড়ে চলে,
আজ পূর্ণিমার চাঁদ কোজাগরী রাতে---
লুকোচুরি খেলা করে- ভাবনার দোলাচালে।
--------------------------------------------
২৯/৩/১৯
---------------------------------------------
।।অনুকাব্য- প্রেমের তরী।।-(১৩)
---------------------------------------------
ইচ্ছে গুলো যত্ন করে --
মনের কোণে লুকিয়ে রাখি।
তোমার কাছে অনেক চাওয়া রইলো বাকি
এমন করে কেন শুধু দিচ্ছো ফাঁকি?
মানব জীবন নতুন করে আর হবে কি?
---------------------------------------------
২৩/৩/১৯