।।অনুকাব্য-প্রেমের তরী।।-(৪২)ও(৪৩)
--------------------------------------------
তুমি এসেছিল নিভৃতে নীরবে
মেঘলা মন খারাপি আকাশের গায়
জ্যোৎস্না আলো উঠলো জ্বলে
ক্ষতবিক্ষত চাঁদোয়ার সীমানায়
যদিও বিভাজিকা রয়ে গেছে আজও বর্তমান
প্রত্যাশার হয়তো এটাই শ্রেষ্ঠ প্রতিদান।
--------------------------------------------
১/৯/১৯--অবুঝ মন--
--------------------------------------------
নদীর ঢেউয়ের মতো,তুমি এলে
পরাগ-রেণু বিছায়ে মনে--
আবার, নীরব পাথরের মতো
অনুশোচনা-হীন বিদায় নিলে--
খুন হতে দেখলাম স্বপ্নের বাগান
প্রতিরোধ-হীন নির্বাক আয়োজনে।
---------------------------------------------
২১/৮/১৯--অবুঝ মন--