।।অনুকাব্য -প্রেমের তরী।।-(৪০)ও(৪১)
-----------------------------------
সহজ কথা সহজ করে বলতে তো পারো
বৃথা অজুহাতের পাতা কেন খুঁজে মরো---
অসুবিধার সীমানা যে আছে জানা--
দূরত্বটা আসলে যে কোনো বাঁধাই না
প্রয়োজন ইচ্ছের পাতা খোলা রাখা
শাক দিয়ে কখনো কি মাছকে গেছে ঢাকা?
ভাসতে ভাসতে তরী ভেসে গেছে অনেক দূরে
এখন ও, ডোবার ভয় লুকানো মনের গভীরে!
কামনা-বাসনা কি থাকতে আছে মানা?
অদেখাই হোক জীবনের পথে নতুন চেনা।
-------------------------------
৯/৮/১৯
-------------------------------
তাকে দেখেছি যতবার--
ততোবারই,হারিয়ে ফেলেছি
কোথায় যে হারিয়ে যায়!
সেই খোঁজে নিমগ্ন থাকি
আসল-ই কানামাছি খেলা
খোলা আছে হৃদয় আকাশ।
-------------------------------
১২/৮/১৯