অন্ধকারের অনেক ছটা-ইতিপূর্বে লেগেছে গায়ে
তুমি চলে যাবে,জানতাম-আমার সীমানা পেরিয়ে
অনুভূতি গুলি চাঁদের আলোর মতো জড়িয়ে থাক-
রাত জাগা নীল জোছনায়-----
তবুও,জানতে পারার ছোঁয়াটুকু লেগে থাক-
ছোঁয়াচে রোগের মতো হৃদয়ের সীমানায়।
-----------------------------------------
১৪/৮/১৯
------------------------------------------
ছায়া ভালোবাসা খুঁজে মরে
না ভালোবাসা ছায়াকে?
বিতর্কের অবকাশ নেই--
খেয়ালী আকাশে আগুন ঝরে
অন্তঃহীন সীমান্তে বয়ে চলে
রক্তে লুকানো চোরা স্রোত।
-----------------------------------------
১১/৮/১৯