।।অনুকাব্য-প্রেমের তরী।। -(৪)
-------------------------------------
ভালোবাসার চাতক পাখি হয়ে এসেছিলে মমদুয়ারে--
আমি তৃষ্ণার্ত যমুনার মতো নিয়েছিলাম কাছে টেনে তোমাকে ,
সেই শুরু কেটে গেছে একটি কালের অধিক সময় চোখে চোখ রেখে--
আজ পদমর্যাদার জোয়ারে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছো আমাকে!
------------------------------------
।।অনুকাব্য-প্রেমের তরী।।-(৫)
------------------------------------
বসন্তের এমন মেঘলা দিনে
মনমরা হয়ে ঘরের- ই কোনে
চুপটি করে কেন বসে আনমনে?
পাষাণ হৃদয়েও প্রেম জাগে মনে
বাড়িয়ে দিলাম এই হাত দুখানি
হৃদয়ে জ্বালাও প্রেমের প্রদীপ খানি।
------------------------------------