উজান স্রোত এলো বলে
ঝাঁপিয়ে পড়ো না
হয়তো নিষ্প্রাণ ব্রা দেখতে পাবে
চেনা পথের তীব্র দহন বাঁকে।


উজান স্রোত এলো বলে
হাত বাড়িয়ে ধরার চেষ্টা করোনা
বুঝবে আবেগ যৌনতা গভীর
তবুও আলেয়ার আলো চিক চিক করে উঠবে জ্বলে।


উজান স্রোত এলো বলে
মৌমাছি হতে হবে না
দেখবে ঝাঁ চকচকে চাকের বহর
মধুর ভাঁড়ারে কেবলই লবনাক্ত হ্রদ।


উজান স্রোত এলো বলে
বুকের হুক খুলে হুট খোলা গাড়ি হতে হবে না
ধস নামা পাথরের মতো
গড়িয়ে যেতে হতে পারে একেবারে গিরিখাদে।
------------------------------------------
৭/৯/১৯