কুমায়ুন হিমালয়ের গহন অরণ্য মাঝে
চড়াই উৎরাই পথে--
থমথমে নির্জন পরিবেশে
রুদ্রদেব বসে আছে পাথরের রূপে।
ঝর্নার জল ঝরে সেথা
ঝর ঝর ঝর--
ঝিঝি পোকার ডাকে
কাঁপে বন থর থর থর।
হঠাৎ পর্বতের উচ্চশিখরে
পাইন গাছের ফাঁকে--
যায় দেখা বন হরিণীকে
চুপি চুপি সে যে তাকিয়ে আছে পাথরের বাঁকে।
মুগ্ধতার ছোঁয়ায় ভরে গেল মন
ভ্রমণ পিপাসু হৃদয়ে--
অনুভবে লাগলো যে দোলা
আলো-আঁধারি বনানীর অপরূপ সাজে।
-------------------------------------