মায়া ভরা সংসার-সামনে বাঁচার আগার-তবুও শরীর দিল না সাড়া।
সাহায্য চাই সাহায্য-দেখছে সবাই-জেগেও ঘুমিয়ে পড়লো সকল পাড়া।।
বলতে পারেন-এ কোন অসুখ-ভিড়লো এখন শহর জুড়ে?
চাই প্রয়োজন নতুন সূর্য- নতুন সকাল-উঠুক ফুটে শরীর ফুঁড়ে।।
---------------------------------------------
২৭/৭/২০২০
------------------------------------------
আগুন পাহাড়ের ধস ঠেলে বই ছিল নোনা পুকুর
শ্রাবণের আকাশ ফুঁড়ে নামল ধারা বৃষ্টি নূপুর
নিজেকে গিলে ফেলার মতো তৈরী হলো স্বস্তির আঘ্রাণ
পূর্ব রাগের খুশির হাওয়ায় পাগলা হলো মন।
---------------------------------------------
৫/৮/২০২০
---------------------------------------------
মাঝে মাঝে কাঙাল ছায়ায়,শব্দের দল বিদ্রোহী হয়ে ওঠে
কিছুতেই যুত সই কিছু কবিতার চারা আঁকা যায় না
ভাবি বসে বোধহয় করাল ফতুর বসত বাসা বেঁধেছে
ঠিক তখনই কে যেন বলে,যা আসছে তাই লেখনা
ওটাই দেখবি খুঁজে নেবে ছাইভস্ম মাখা কবিতার ঠিকানা
সুর আসে ভেসে 'জীবনে কি পাবো না,ভুলেছি যে ভাব না'
কষ্টরা ভিড় করে চিৎকার করে ওঠে,এ কি যাতনা,ভাল লাগে না।
---------------------------------------------
----০২/৮/২০২০----অবুঝ মন-------