২৪৮)
কোনটা দামি
সত্যের ভেক না কি
প্রাকাশিত জানাজানি?
কোনটা সত্য
ফিকে হওয়া রঙ না কি
হারিয়ে যাওয়ার আশ্চর্য প্রর্দশন?
কোনটা মূল্যবোধ
সাঁতারের অনুশীলন না কি
ভেসে ওঠা কথার প্রাসঙ্গিকতা?
সত্যি কি প্রশ্নচিহ্নের এতো দাম?
আসলে জীবনে প্রশ্নচিহ্নের নেই যে বিরাম।
--------------------------------
২৪৯)
সাদা কালো ভোলাভালা
এই নিয়ে শুরু জীবনের পথ চলা
এর পর যতো রঙ লাগুক প্রানে
সব শেষে সাদাতেই মেলে জীবনের মানে
বলুক লোকে তাতে কী
রঙহীন সুর সত্যি কি মেকি?
--------------------------------
২৫০)
শুকিয়ে যাওয়া গোলাপটাকে
নাড়লে কি আর প্রান ফেরে?
নিজেকে তাই ডুবিয়ে রাখো
হাজার কাজের স্রোতের ভিড়ে
এরই মাঝে দেখতে পাবে
মনটা কত ঝরঝরে।
--------------------------------
-২/৪/২২-অবুঝ মন-