২৯৮)
হেসেই যদি মরি কী গল্প আর করি?
রাতযাপনে নিশিলোকে লোকের কাঁথা চুরি!
ইতিহাসকে সাক্ষী রেখে ভাঙলো শক্ত খাট
আহু উহু করেই দেখে হারিয়ে গেছে মাঠ!
প্রশ্ন তখন ঘোরে ফেরে কোন দেশেতে বাস?
বিয়ের বাড়ির করুন দশায় জমাট ভীষণ রাস।
-----------------------------------
২৯৯)
শব্দে অপারগ,কর্মে যশশ্রী বাস্তব
কর্ণ গোচরে একটু বেমানান লাগতে পারে
খেলা ঘর গড়ে তোলা যতোটাই সহজ
তার চেয়ে ঢের কঠিন টিকিয়ে রাখা।
----------------------------------------
৩০০)
ভাবতে পারো নিঠুর দেশের সুঠাম কারিগর
তাই বলে চোখের আলোয় হয়েছি কি পর?
হয়তো তেমন গোলের মুখে হইনি ফরোয়ার্ড
তাই বুঝি ছিনিয়ে নিলো ছোঁ মারা ওই বার্ড?
এখন যখন পূর্ণ ভূমি জানি সবই সান্তনা
প্রানের ঠাকুর থাক জড়িয়ে বন্ধুত্বে নেই মানা।
----------------------------------------
-২৬/১১/২২-অবুঝ মন -