২৯৫)
ভাবতে গেলেই আসছে চলে চোখের উপর ঘুম
কেমন করে লেখা হবে জীবন খাতার ধুম?
রক্তে ভেজা প্রহর যখন কাঁদছে শহর জুড়ে
ফুসফুসটা ফুঁপিয়ে ওঠে নিয়ন আলোর ঘোরে
নতুন করে খুঁড়তে থাকি একটুখানি জল
ডুবতে থাকি সাগর তলে এই তো চলাচল
-------------------------------------------
২৯৬)
হোক না যতোই শরীর নিয়ে টানাটানি
তবু একটু বাঁচিয়ে রাখি ওই সাগরের হাতছানি
এ যাত্রা পথ ভীষণ পিছল সে কথাও সবটাই মানি।
অবশেষে সাক্ষাৎ অচেনা হাওয়ার
হাঁটুর নিচে বয়ে গেলো সিঁড়ি খোলার ঝলমলে জল
ঘনঘটা দূর্যোগ নিমেষে উধাও।
-----------------------------------------
২৯৭)
ভাবছেন ডাগর ডোগর
এ পথেই নিঃস্ব সাগর
শুধু শেষ টুকু আছে পড়ে
এখনো মনে করছেন
"আ'য়-আমটি আমি খাবো পেড়ে"!
শোন তবে এখনো সময় আছে
আর না নেচে,কুহেলিকে দেরে ছেড়ে ।
----------------------------------- -২২/১০/২২-অবুঝ মন-