১১৭)
তুমি যদি জায়গা কেড়ে নিতে পারো
আমি নির্বাক হতে তো পারি
নাও এবার বাকি কাজটুকু সারো
চেয়ে দেখো শরীরটার পুড়তে কিছু নেই বাকি
এখন বাতাস নিস্তরঙ্গ হলে কি বা করার আছে?
যেখানে প্রবহ গঙ্গা পালিয়ে গেছে!
--------------------------------------
১১৮)
ঠিক থেমে যাওয়া নয়
কিছুটা পিছিয়ে আসা বলা যেতে পারে
প্রতিটা মুহূর্তে মনে হয়
এই বুঝি আরো একটি ললিপপ এলো উড়ে
আর নয়,এবার ফিরিয়ে দেওয়ার পালা
"সাগর সঙ্গমে--সাঁতার কেটেছি কত"।
------------------------------------------
১১৯)
যদি বাসনা না জাগে মনে
প্রেম আসবে কি জীবনে?
অথচ বাতাস বলছে হেঁকে
সবটাই না কী আগুনে খিদে!
এরপর যতোই নামুক বৃষ্টি অঝরে
সেখানে আর কিছু কি থাকে পড়ে?
------------------------------------------
-১৭/১২/২০২১-অবুঝ মন-