২২৪)
রঙ বাহারি রঙের পরব
দুলছে হাওয়ার দোদুল দোলায়
কেউ বা আবার দুচোখ ভরে
মনটা ভরায় মধুর ছোঁয়ায়
মালির চোখে নতুন তো নয়
সুরের ভেলায় এসব পাওয়া!
--------------------------------------
২২৫)
অতীত ঘেঁটে কি আর হবে?
লঙ্কা বেটে পালিয়ে যাবে
হয়তো কিছু থাকবে বেঁচে
ছোট্ট বেলার নরম আঁচে
এখন তাও ঝাপসা দেওয়াল
কে যে রাখে কার বা খেয়াল?
জনা কয়েক বন্ধু পাবে
সকল সময় আপন রবে।
----------------------------------------
২২৬)
জীবন জোয়ারে
এ দৃশ্য জেগে থাক
এ পথ চলাতে আনন্দ
"আর একটু বেশি হলে
ক্ষতি কি"?
ঐ যে সীমা পারাপার
এর শেষ বা কোথায়?
খোঁজ নিয়ে দেখো
চারিদিকে প্রহসন ঝড়
বিষন্ন চাতক!
----------------------------------------
২২৭)
যে যাপন এসেছি ছেড়ে
সে পথে আজ আবার দেখা হলো
এ কোন সন্ধ্যার পার্কস্ট্রিট নয়
এ হলো আগামী সোনালী ভবিষ্যৎ
আমাদের আশা ভরসার নতুন সকাল
যাদের হাতে থাকবে দেশ ও দশের ভার।
----------------------------------------
১৯/১/২২-অবুঝ মন