203)
এতো কাল ধরে এই যে প্রচেষ্টা
কখনো দিয়েছে সুখ কখনো বা বিপরীত
হাতেগোনা মাত্র কয়েকটি দিন
আর তাতেই জেগে ওঠে স্পষ্টত অভিমুখ !
না আর কোনো ভিক্ষা পাত্রের ব্যবহার না
উদাসীন ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসার এটাই ঠিক সময়
পড়ে থাক রক্তপাতের স্রোত,সাদা রঙের বরফের ভিতর।
---------------------------------
204)
ছোট বেলার মনের মেলা
কেউ কি কখনো ভুলতে পারে?
সময়টাকে পিছনে ঠেলে
আসন পাতো হৃদয় জুড়ে।


ঘরের বাঁধন একটু ভুলে
মনের বাঁধন যোগ না হলে
এই পৃথিবী কি আসে চলে?


রাম রহিমের গল্পগাথা--
কে না জানে?
যে জন মানুষ
বুঝবে সে জন বাঁচার মানে।
------------------------------------------
১৬/১০/২০২১-অবুঝ মন-