(১)
আবার দেখা হলো যখন ,চলতে চেয়েছিলাম অনেকটা পথ একসাথে---
কে যেন হঠাৎ বাদ সেধেছে, হারিয়ে গেলো কি সে সাধ পথের বাঁকে?
                          (২)  
ইচ্ছে ডানায় ভর করে,জানার জন্য উড়িয়ে দিলাম কিছু শব্দ মালা।
আস্তে পারে আশার আলো,না হলেও থাকবে যে চির প্রতিক্ষার পালা।।
                          (৩)
সময়ের ফেরে যদি আকাশের  হয় মুখ ভার--
বুঝবো কি করে মেঘ ভাঙা রোদ্দুর আসবে আবার?
                          (৪)
নব অনুরাগে যখন সেজে ছিল মন---
কোন সে বাঁধার পাহাড় চূড়া-এলো অকারন?
                           (৫)
তোমার সিঁন্দুরের স্মৃতি চিহ্ন লেগে থাক গালে--
মুছে দিয়োনা এমন করে মুখ মোছা রুমালে।
                           (৬)
কি অপূর্ব মহিমা তপবনের---
ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে,প্রতিবাদী স্পষ্ট উচ্চারণে!
--------------------------------------------
১০/৮/১৭