মেঘের গর্জন কথাটি বোধহয় ঠিক না
মনে হলো অভিমানের বাণভাসি ঢল
কিংবা বলা যেতে পারে বেদনার পরম কোলাজ
অনুরোধ করবো না কখনো আর
ভেসে গেল একখানি ছবি,কাটলো সাঁতার
সমুদ্র ফুঁড়ে উঠে একখানি জ্বলজ্বলে দ্বীপ উপহার।
---------------------------------------------
৩/৪/২০২০-
মনের দেওয়া নেওয়া যদি নাই বা হলো
কেমন করে আজও সুর ঝড় তোলো!
ঐ যে ফসিল বুকে নিয়ে কাটছো আঁকিবুকি
মনের সামান্য কণাটুকু না পেলে আসে কি?
গল্পের শেষ হতে না হতেই মনে পড়ে গেল!
প্রশ্নের পাতাতে খোলা চোখ কেন মেলো?
মন যদি রাখা যেতো নিজের কাছে
দাগ বলে থাকতো কি কিছু?সব যেত মুছে।
---------------------------------------------
২৯/৩/২০২০-অবুঝ মন-