ঘুম জাগানিয়া পাখি ভেবে
যেই না জানালার কপাট
হাট করে দিলাম
ভেসে এলো আলি বাবার
চকচকে লালসার লেলিহান
আর ব্যাথায় ঝাঁঝরা হওয়া সতর্ক দেওয়াল
যার সীমানায় কত শত নির্বাক মায়া
জেগে থাকে বিদগ্ধ চেতনায়।
-------------------------------------
১৬/১১/১৯-
-------------------------------------
ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠেছিল
বেবাক ভালোবাসার রেক
বিবশ আবেশে শুনেছিলাম
প্রার্থনার সোহাগ দোলা
গোলাপের ক্ষতি কে বা চায়?
তবুও,আকুলতা ঝরে পড়ে।
--------------------------------------
১৩/১১/১৯--অবুঝ মন--