নূপুর ধ্বনি শোনার আশায়
ডেকে ছিলাম কাছে
আশায় আশায় দিন চলে যায়
ব্যথার পরশ মেখে
কিসের জন্য দূর সীমানায়
বাঁধলো সাধের ঘর
সৌজন্য বোধ রইলো শুধু
হয়ে গেলো পর
মেঘের ভেলা চলছে ভেসে
চেনা জীবন পথে
প্রয়োজনের পরশ পাথর
রইলো বেঁচে হৃদয় আঙিনাতে।
------------------------------------
১৯/৯/১৯