প্রেমের চারাটা গাছ হয়ে গেছে
খিদের পারদটাও মন্দ নয়
মৌমাছি গুনগুনিয়ে দরজায় কড়া নাড়ে
মুঠোফোনের বুক জুড়ে ফাগুন বিরাজে
কিন্তু সেই কড়কড়ে খারাবি স্মৃতি
বীজ ধান গুপ্ত মার,রক্ত বমি দগ্ধ হুল্লোড়
কথার যান্ত্রিক বুনন আজ ও বহমান ‌।
---------------------------------------------
          ২৯/৫/২০২০--অবুঝ মন-
---------------------------------------------
কেন যে হঠাৎ
আজ এই উদাসী বিকেল বেলায়
তোমার ক্ষনিক সময়ের উপহার
সাজানো বসন্ত বাগিচায় লাগলো আগুন
পারবে কি ধার দিতে একটু রাঙা ফাগুন?
না জোর নয়,এ আমার কাতর অনুনয়
ভাবলে ও অবাক হবো না
এ আমার বিরহের সুর ঝরা শুধু কবিতা
কথা রাখার দৃঢ় প্রত্যয়,একাকি নিরালা গুলশান।
--------------------------------------
৪/৬/২০২০-
-----------------------------------
তুমি দিলে সাড়া
আর আমি আবারো খেলাম ধরা
তুমি ভেবে নিলে পুতুল
আর আমি ভাবলাম ফুল
তুমি খেলতে চাইলে ধরা-ছোঁয়ার বাইরে
আর আমি বইতে চাইলাম প্রেমেরই জোয়ারে
একদিন সত্যি রংটা পড়লো ঝরে টুপুস করে
আমি খেই হারিয়ে,আবারো হোঁচট খেলাম জোরে
তুমি হলে আমার কবিতার চারা নীরব ঝড়ে।
---------------------------------------------
২৬/২০২০-অবুঝ মন-