।।অনুকাব্য-প্রেমের তরী।।-(:৯)
----------------------------------
কথার মালায় বাঁধলো আবার
পুরনো ফেলে আসা দিনের মতো
আশায় যেমন মরে যায় চাষা
আমিও রইবো চেয়ে চাতকের মতো।
----------------------------------
।।অনুকাব্য-প্রেমের তরী।। -(১০)
-----------------------------------l
প্রিয়জন যখন---
প্রয়োজনের জোয়ারে যায় ভেসে
প্রেমের সাঁঝবাতি তখন---
পোড়া সলতের গন্ধ শুঁকে মরে।
----------------------------------