জানালা বন্ধ তো করিনি
তবু শীতঘুম কেন এলো নেমে?
আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না কেন?
না,আমার কিছু বলার নেই
শরীর জুড়ে বয়ে গেলো নোনা জল,সানায় দাফন।
-----------------------------------------
       ১৮/৫/২০২০-
------------------------------------
অস্থির উত্তেজনা না--
জৈবিক ক্ষুধার মৃত আলিঙ্গন
মিডিয়া বলতে এন্ড্রোয়েডের বুক জুড়ে --
রঙ-মশালের স্টাচ স্ক্রীন
সময়ের হুজুগে ভেসে পেতে চেয়ে ছিলো--
এক ফোঁটা গোলাপ জলের স্পন্দন।


সংক্রমনের ভাইরাল ছবি-
মুছে যায় যাক কঠোর মায়ায়
আঁধারের অলি গলী পথ ঘুরে--
অধরা মেঘের পাহাড়ে হারিয়ে কি যায়?
ঘোমটা পরা পাতার আড়াল বেশ তো ছিলো
কেন বা হঠাৎ করে ভর্তুকি সাঁতারের প্রয়োজন হলো?
---------------------------------------------
                       ১৯/৫/২০২০-অবুঝ মন-