ইচ্ছেটাকে হজম করে
অল্প আঁচে পুড়ছি রোজ
প্রেম যেখানে ঠান্ডা বাতাস
কে বা রাখে মনের খোঁজ?
সোহাগ যখন সুর খুঁজে যায়
কৃষ্ণচূড়ার রঙের মেলায়!
চাঁদের পাহাড় কি আর করে?
ঘুমিয়ে পড়ে অবহেলায়।
------------------------------------
১৫/২/২০২১-
----------------------------------------
জোরপূর্বক ধরে নিলে হয় কি প্রেমের জয়?
হৃদয় দিয়ে হৃদয়টাকে বুঝে নিতে হয়
বুক জাগানো আলোর পথে কে বা চেয়ে থাকে?
সেখানেও পেরেক ঠোকা মানায় তোমাকে!
বলতে পারো কি সুখ মেলে ঠান্ডা বাতাস খুঁজে?
সেই তো আবার কঠিন ঠাঁই বুঝিয়ে দিলে নিজে!
--------------------------------------
-১৫/২/২০২১-
--------------------------------------
সাগরের ঢেউ খুঁজে
ঐ যে সূদূর পারে
বারে বারে ডাক দিয়ে যাই।
হঠাৎ কি যে হলো?
রাঙা ফুল ছিঁড়ে নিলো
বলে কী না আর নাহি চাই!
সে এসে ছিলো সন্ধা মালতির মতো
ধরা দিতে চেয়ে শব্দ ব্যাঞ্জনে,
রেখে গেলো একরাশ নির্বাক বালুচর!
----------------------------------------
১৮/২/২০২১-
---------------------------------------
শ্রাবনের বৃষ্টিতে ভেজা হলো না বলে
পাঁজর জুড়ে রক্ত আহুতি দিতে হবে
অবহেলার প্রান্তরে বিশ্বাসী তৃষ্ণা বলয়
একদিন জাগলেও জাগতে তো পারে
তখন না হয় ফাগুনের আগুন ছুঁয়ে
মিষ্টি পান মুখে দিয়ে ঢেউ মেখো গায়ে।
---------------------------------------
-১৮/২/২০২১-অবুঝ মন-