ভালো বাসবো বললে কি ভালোবাসা হয় গো?
মনের বোঝা পড়া এতো সোজা নয়-
আর যেখানে মনের বালাই নেই,প্রেম সেথা অন্তঃসার শূন্য
এ কারণে বৃন্দাবন আজও এতো ধন্য
শ্যামের বাঁশরী তানে রাধা রাধা বোল বাজে অনন্ত প্রহর।
---------------------------------------
-৭/১১/২০২০-
------------------------------
নাই বা থাকুক মনের মিলন
কিছু কি নেই মধুর ক্ষণ?
প্রেম যদি বা হয় মেকি
এই যে এতো কথার আঁকি
পিছন ফিরে দেখাদেখি
হাতের পরে হাতটা রাখি
আগুন ঝরা স্বপ্ন রাতি
মনে হয় কি ডিজিটাল বাতি?
বৃষ্টি ভেজা মুক্ত আঁকি
জেনে রেখো ছিলো না ফাঁকি।
------------------------------------------
-২৪/১০/২০২০-
---------------------------------------
যে পথের বাঁকে লেগেছিলো পালানো রক্তের গভীর আঁচড়
সে পথেই যদি আবারো দেখা হয়
তির্যক তিলের ছবি ভেসে ওঠা অস্বাভাবিক কিছু নয়।
আসলে যা গভীর তাকলা মাকানের বিষাক্ত বিনোদন
অন্ত্যমিলে ফুলে ফেঁপে ওঠে--
অসমাপ্ত সেতুর তীব্র কৌশলী যানজট ধূসর দহন।
--------------------------------
-৩০/১০/২০২০-
-------------------------------
প্রেম যেথা মায়াভরা মনের মতন
কী কথায় ওঠে ঝড় জানে সেই জন
আসলে যা ছায়া তলে টুপ টুপ ঢেউ
ধর্মের ঘেরা টোপে বাঁধা পড়ে কেউ
ঐ যে বন্দি আছেন আয়ান ঘরনী
কানাই কি ভুলে গেছে রাধে রাধে বানী?
আজো রাশলীলা হয় এই ধরাধামে
প্রেমেরই আলো জ্বলে রাধাকৃষ্ণ নামে।
---------------------------------
-৮/১১/২০২০-অবুঝ মন-