তোমায় নতুন করে পাবো বলে
ফাগুন হাওয়ায় দুলে দুলে
পাতা ঝরা ডালের পরে স্বপ্ন বুনে ছিলাম।
তুমিও দূরত্বের বাঁধন ঠেলে
ভিসুভিয়াসকে জাগিয়ে তুলে
হাত বাড়িয়ে কাছে এলে রঙিন স্বপ্ন এঁকে।
হঠাৎই সমুদ্রটা পাগল হলো
ঢেউয়ের উপর ঢেউ তুললো
বুনো ছোপ মিলিয়ে গেলো,দূরে কোথাও--অনেক দূরে--
---------------------------------------
-৩০/১০/২০২০-
---------------------------------------
অনেক দিনের পরে বর্ণমালা আঁকলো না 'মেমসাহেব'
ভাবলাম তুমুল ঝড় উঠবে
মেঘের পাহাড়ে বিদ্যুতের নাচন দেখতে পাবো
লেশমাত্র চিহ্নের আভাস মিললো না!
চিরাচরিত প্রথায় ফুটে উঠলো অ্যাংলো সাহেবের গান
তার মানে কি অকৃতকার্য বোঝায়?
জানি তো আবার আসবে নতুন সকাল।
-----------------------------------------
৩১/৮/২০২০-
---------------------------------------                        
দীর্ঘ এক যুগ সময় তোমার প্রতীক্ষায় সাগর বুনেছি
এরপর তুমি বিলম্বিত লয়ে কাছে এলে
উচাটন মনে তীব্র আগুন ঝড়ের ঝাড়বাতি উঠলো জ্বলে
সেই তুমি কিনা ইশারায় কাছে ডেকে নিয়ে শীত ঘুমের গল্প শোনালে!
-----------------------------------------
-২৬/১০/২০২০-
-------------------------------------                    
ফেলে আসা পথের বাঁকে
আরো কিছু কথা ছিলো বাকি
স্মৃতিময় পথ চলা এ কারণে মনে রাখি।
জেনে রেখো এ মধু লগন আসবে না আর ফিরে
শুনতে কি পাচ্ছো কী সঙ্গীত আসছে ভেসে? ভালোবাসি,ভালোবাসি আজও তোমারে।
----------------------------------------
-২৮/১০/২০২০-অবুঝ মন-