মরুতীর্থ হিংলাজ ছুঁতে চেয়ে ভাসালাম ভেলা
ঠাঁই নাই ঠাঁই নাই বিদগ্ধ সুরে কেটে গেল সারা বেলা
অথচ নিমন্ত্রণ ছিলো একদিন সেই বাগানে
হঠাৎ অবাক ঘূর্নির স্রোত বয়ে গেল কি কারনে?
ফাগুনে আগুন গোলাপ শুকিয়ে কি যায়?
মধু ভরা মৌসুমী আলেয়ার চিকচিক কী করে যে হয়!
হে পথিক ভাবছো কেন পেয়েছো তো উপহার প্রেমের কবিতা--।
------------------------------------
১৪/৫/২০২০-
-----------------------------------
বুক ভরা স্বপ্ন বুকে নিয়ে-
যে প্রেম ছুটে চলে তেপান্তরের সীমানায়
স্টেশন,বাজার,ময়দানে
পায় কি মুঠো মুঠো দহন,হতাশা-
আর এক বুক পৃথিবী ভরা কথার জঞ্জাল?
আবেগ সেথা সামান্য বৃষ্টির ছিটা খুঁজে-
দগ্ধ ভরা অবজ্ঞায় পুড়ে হয় ছাই
কলাপাতা থাকে কি পড়ে প্রসাদের প্রত্যাশায়?
সখি ভালোবাসা কারে কয়?
---------------------------------------------
১৮/৬/২০২০-
--------------------------------------
প্রথম বার ভাবতে পারিনি কথা গুলো এতো বাস্তব
দ্বিতীয় বার যখন 'ও' জানালো ভেবে ছিলাম ঠাট্টা করছে
তৃতীয় বারে বুঝলাম ব্রম্ভাস্ত্র ছেড়ে দিয়েছে--
রোখার ক্ষমতা অশ্বত্থামার পথ মাড়িয়ে চলেছে
এতো দিন যা দেখেছি,যা শুনেছি আসলে তা ছিলো রঙিন আলপোনা!
------------------------------------------
১৯/৬/২০২০-অবুঝ মন-