তোমার সঙ্গে দেখা হলো বছর বারো পর
শরীর জুড়ে জ্বলছে তখন অন্য কারোর জ্বর
বাকিটা আগের মতন হয়নি কোন বাঁক
সাগর জলে পাড়ি দেওয়া হাজার রকম ঝাঁক
ক্ষণিক পরে ভাসিয়ে দিলে সহজাত ফুল
হাতের উপর হাতটি রেখে খুঁজে পেলাম কুল
উষ্ণ ছোঁয়ায় পাশাপাশি খুঁজে পেলাম ঘর
দুই জনাতে মুখোমুখি বছর বারো পর।
-------------------------------------
-৫/৮/২০২০-
---------------------------------------
ভালো না বাসতে পারো--
ঝাপসা অভিমানে মুখ না লুকিয়ে অন্তরের ক্ষত শীতল কোরো
নিয়ন আলোয় তাকিয়ে দেখো
কতটা জরাগ্ৰস্ত হলে পুরনো ঠিকানা জোনাকির আলো জ্বেলে বসে থাকে
তুমি তো সাগরের মতো গভীর ধারা,সাঁকো নির্মাণ মানায় না
ঐ দেখো চেয়ে পূবাকাশ ঝলমল,ছুঁতে চাই একটি বার
দাও সাড়া,দাও সাড়া সেই মিষ্টি সুরেলা সুরে'প্রেম একবার এসেছিল নীরবে'----
----------------------------------------
-৮/৮/২০২০-
----------------------------------
তোমার চোখের তারায় ছিলো আকাশ ভরা শ্রাবন
হাতটি তখন বাড়িয়ে ছিলাম বাঁধ সাধেনি বারন
এমনি করে ক্ষনিক সময় আসা যাওয়ার পথে
গল্প গাঁথা অবাক মিছিল ভাসিয়ে ছিলে সাথে
সেই তুমি এখন ফুল বাগিচায় খেলছো গড়াগড়ি
আগুন হাওয়া নিভিয়ে দিয়ে এখন শুধুই আড়ি!
--------------------------------------
৫/৮/২০২০--অবুঝ মন--