মনের জানালা বেয়ে চাঁদ নেমে এলো
প্রভাতের নবারুণে টের পাওয়া গেলো
রান্নাঘরের গল্পে ও লুকোচুরি খেলা!
ভাবনার দরজাতে ছোট হয় বেলা
তবুও কেন আশা জেগে বাঁধে খেলাঘর?
পলকহীন সীমানা পারে ধু ধু বালুচর!
প্রেমের সিনায় স্খলন কুলীন ছায়া
সাক্ষাৎ পারে কি মুছে দিতে স্বপ্ন মায়া?
---------------------------------
২৬/৬/২০২০-
--------------------------------
শুধু সময়টা জানা ছিলো
আজ প্রভাতে মনের মেলা
এক পলকে কত খেলা খেলে গেলো
কী আশ্চর্য মুখোমুখি হয়েও-
নীরব ঝড়ে সবকিছু হলো এলোমেলো
''দেখা হয়ে ছিলো,না দেখা যে ভালো ছিলো
দেখা হয়ে ছিলো''
না জানি কী ভেবে নিলো।
---------------------------------------------
২৬/৬/২০২০-
--------------------------------------
ব্যস্ত প্রেমিকার ধুলোর বাতাস
খোলা কুচি ভেবে নিতে চায় শ্বাস!
হাসপাতালের দরজা যেমন
রং করা সব মৃত আলাপন!
ফানুস বাজির কথা তুলে ধরে
সত্যি প্রেম গেছে কি মরে?
চেনা ঠিকানায় রক্ত ঝরে
স্নানের ঘাটটি গেলো দূরে সরে
কি আর করা যাবে?
বিশ্বাস ঝটিকা সফরে নিমপাতা খাবে!
সময়ের দাম বুঝিতে না রে
প্রেমের শবদাহ কি রান্না ঘরে?
--------------------------------------------
২৫/৬/২০২০-অবুঝ মন-