কোথায় যে হবে শেষ এ বিষয় কে জানে?
চলেছি শুধুই একা কিসের এক মায়া টানে?
বাঁধ ভাঙ্গা ঢেউ আর কী ভীষণ ঝড়!
একে একে আছড়ে পড়ে বুকের উপর!
তবু কেনো মৌমাছি তাকে এতো চায়?
এভাবেই পথের বাঁক ক্লোরোফিল কি খুঁজে পায়?
-------------------------------------
-২১/১/২০২১-
------------------------------------
কে না করে আশা?
সবাই কি বোঝে-হৃদয়ের ভাষা?
কেউ দেয় কথা
কারো লাগে ব্যথা,এটাই তফাৎ।
যার আছে মন
বোঝে সেই জন,প্রেমের বাঁধন।
-----------------------------------
-১৭/১/২০২১-
------------------------------------
আজ তোমার উঠোন জুড়ে জ্বলছে আলো
তাই হৃদয়ের কথা মনে পড়ে গেলো
মনের চাহিদা পূরণের যে ঘন্টাটি উঠলো নড়ে
কোথা থেকে এসে ছিলো হাঁক পেড়ে?
আগুন বাতাস যেথা হতে ছড়িয়ে পড়ে
তার দায়ভার কি কেউ এতো সহজে ভুলে যেতে পারে?
কী সুন্দর ধোয়া তুলসী পাতার রসে চুবিয়ে নিলে!
বলিহারি ওহে ভ্রমরী সবটাই দোষ কি করাত কলের?
------------------------------------
৭/১/২০২১-
------------------------------------
দিনবদলের পালা ঘিরে
চলছে দেদার পাশা খেলা
আসি বলে ফাঁকির চলে
আড়াল খোঁজার জবর মেলা।
কী সুন্দর কার্ফু জারি
গরম চালে হিমেল হাওয়া
ভালোবাসা হিসেব কষে
ওজন মাপে চাওয়া-পাওয়ার!
----------------------------------
১১/১/২০২১
----------------------------------
নরম না গরম
বুঝতে না বুঝতেই
সতর্ক সাইরেন
নিভে গেল দীপ
চুপ কথার আড়ালে।
খেলা ঘর ছারখার
বিষন্ন হাহাকার
ডানা মেলে পাখি ওড়ে।
------------------------------
-৫/১/২০২১-অবুঝ মন-