।।অণুকাব্য-প্রেমের তরী।।
        ।।নরেশ বৈদ্য।।
-----------------------------------------
মন যমুনা উতাল পাথাল ভাব সাগরে সিন্ধু
প্রেম সাগরে ডুবলে পরে ঝরে রক্ত বিন্দু
কি হলো বা কি যে হবে ধারণার বাইরে
খুশ খবরের ইতিবৃত্ত ধোঁয়াশার কিনারে
ফুটফুটে জোছনার ঢেউগুলো ছুঁয়ে যায়
না জানার ইতিহাস চুপি চুপি বয়ে যায়
যেচে বলা কত কথা ভাসে মরু সাহারায়
কি মজা বোঝো ঠেলা আজ কতো অসহায়!
------------------------------------------
৫/৬/২০২০-
------------------------------------------
আমার ইচ্ছে গুলো এখন কবিতার চারা আঁকে
সুগন্ধি গোলাপের কথা আজও কথা হয়ে থাকে
অথচ সুর ছিলো,প্রান ছিলো প্রথম প্রকাশে
সে চন্দন কেন হলো মৃত আলাপন পথের বাঁকে?
যুগ যুগ ধরে বংশীর বাঁশি বেজে চলে মথুরায়
নূপুরের ধ্বনি ছন্দের সুর মুছেও যায়নি রাধিকার পায়
তবে কেন আমার চাওয়া গুলো হারিয়ে গেল মরু সাহারায়?
--------------------------------------
২৯/৬/২০২০-
----------------------------------
জাগছে পাড়া,জাগছে বাড়ি
খবর শোনার তরে
হয়তো একজন প্রথম পুরুষ
প্রার্থনা যে করে।


আগের বার্তা ভুল কি ছিলো-
সময় হিসাব কষার?
ঠিক আছে,জানতে পেরে লাগলো ভালো
সঙ্গে রেখো চাষার।
---------------------------------
৩/৭/২০২০-অবুঝ মন-