তুমি যে আছো জেগে
এ বিষয়ে সন্দেহের অবকাশ না রেখে বুঝতে পারি
অথচ কোথায় যেন পাতা খসার বিদারক সুর তখনো জারি
ফিরে আসি যমুনার কিনারে
স্মৃতির আঁচল ভরে ঢেউ আর ঢেউ গুনি
জানি এভাবেই কেটে যাবে বাকিটা সময়।
------------------------------------------
৪/১০/২০২০-
-------------------------------------------
তুমি যখন খুশির নেশায় আনন্দে উদ্বেল
আমার চোখে ভাসছে শুধুই স্মৃতি মুখর রঙিন জেল
তুমি যখন ভাসিয়ে দিলে বিয়োগ ফলের ব্যস্ত ভিড়
আমার কলম জুড়ে তখন শুধু কাব্যগাথা কল্প নীড়
তুমি যখন খেলাপ সুরে মুখে নিলে মিষ্টি পান
আমার শহর জুড়ে তখন  হু হু হাওয়া কবর স্থান
তুমি যখন চমক সুরে জানিয়ে গেলে খুঁজবে না আর অমন করে
আমার সকল ব্যথার প্রদীপ গুলো উঠলো জ্বলে পাঁজর ফুঁড়ে।
------------------------------------------
২/১০/২০২০-
-------------------------------------------
তোমার দাবাই মতো পথ মাড়িয়ে ক্ষণিক সময় এগিয়ে গেলাম
হু হু হাওয়া ধরলো ঘিরে প্রশ্ন ভাসে কি যে পেলাম?
এসব কথা যায় কি বলা নতুন করে তোমার কাছে?
ভালো থাকার সীমানা যে অনেক আগে হারিয়ে গেছে
ভেবো না তাই বলে পথ হারিয়ে যাবো রাঁচি
শুধু তোমার কথার সুরে একটুখানি যেন বাঁচি।
--------------------------------------------
   -০১/১০/২০২০-অবুঝ মন-