সারাদিনে একবার
মৌসুমী ভরা চোখের আঁচড় বুলালে ক্ষতি কি ছিলো?
কাশ্মীর উপত্যকা ছুটে কি আসতো আর?
শুধু মুছে গেলো বলে ভাঁজে ভাঁজে---
এঁটো অসন্তোষে প্রকাশের কারখানা খুলে গেলো
শ্রাবণের ঝিরিঝিরি ভেজা বৃষ্টির ছিঁটে ফোঁটা দেখা মিললো না!


ভেবো না তাই বলে হিঁচকির কিচকিচ তু তু ম্যায় ম্যায়--
ময়ামের ব্যাঞ্জন শাড়ির আঁচলে জড়িয়ে যাবে
তবুও কেন যে শিউলির গন্ধ ভরা সুমিষ্ঠ মুন্সিয়ানা-
মন জানালায় উঁকি দেয় আজও বারে বারে?
------------------------------------------
৩/৯/২০২০-
---------------------------------------
হাওয়াকে মাপতে চেয়ে যোগের আকাল
অপেক্ষার যোগসূত্রে কেবলই নাকাল!
ভেজা শ্রাবণ কোথায়?
তবুও অন্ধকারের নিস্তব্ধতা ঘিরে প্রসুপ্ত আশা
ঘন আবেগী ফাতনার চিরন্তন ব্যাপ্তি---
নতুন সূর্য দেখার প্রতীক্ষায়।
---------------------------------------------
-৩০/৮/২০২০-
-------------------------------------------
ছুঁতে মন চায়
বিবেকের হলো না ঠাঁই
বৃথা দেশলাই কাঠি জ্বালাই।
----------------------------
-৩১/৮/২০২০-অবুঝ মন-