রাঙা ফাগুন ছুঁতে চেয়ে ভালোবাসার উষ্ণ প্রস্রবণে ডুব
প্রেমের স্টেশনে প্রথম পথিক রূপে ক্ষনিকের মাখামাখি খুব
ছিলো না সেথা এতটুকু মিথ্যা আবেগ কিংবা ছলনা
সেদিনের সেই আঁকা ছবি গেঁথে ছিলো ঝলমলে জীবনের প্রেরণা
তবুও পাতা খসার গল্প সহজীয়া সমীকরণে যুগের হাতটি ধরে
বিরহের সুরে একা সেই থেকে এ মন আজও চুরি করে
জীবন আঙিনাতে ফোটাতে চেয়ে রঙিন স্বপ্নের ফুল
নিঃশব্দে বয়ে চলে'কবে যে কোথায় কি যে হল ভুল'
--------------------------------------------২৬/৭/২০২০---অবুঝ মন-
-------------------------------------------
খোলামেলা পথের বাঁকে অমাবস্যার সহাবস্থান!
কি করে বুঝবো তা?
ঘেন্নার কালো ধোঁয়ায় ভরে উঠলো আকাশ
দোষের কারণ খুঁজতে সাঁতরানোই সার
ভিতরে ঝরা রক্তের জলপ্রপাত
উপায় কি?
সংযোগ তিথিযোগের অপেক্ষায় জেগে থাকা
যদি কখনো ঘটে শরতের মেঘে ক্ষণিক বৃষ্টিপাত।
---------------------------------------------
২৩/৭/২০২০-অবুঝ মন-
-----------------------------------------
নীরবতায় লেখা হলো নতুন অভিমান
নামলো ছায়া
সুখ আকাশে ভিজতে বারন
জানতে পারলাম কি যে আসল কারণ।
------------------------------------------
১৮/৮/২০২০-অবুঝ মন-